Jonom Jonom : Humayun Ahmed ( হুমায়ুন আহমেদ : জনম জনম )

জনম জনম :হুমায়ুন আহমেদ

তিথি আয়নার সামনে দাঁড়িয়ে আছে।
কেন দাঁড়িয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। অবশ্যি আঠার-উনিশ বছরের মেয়েরা বিনা কারণেই আয়নার সামনে দাঁড়ায়। তিথির বয়স একুশ। সেই হিসাবে আয়নার সামনে দাঁড়িয়ে থাকার একটা অর্থ করা যেতে পারে। এই বয়সে মেয়েরা অন্যের মাঝে নিজের ছায়া দেখতে ভালবাসে। যে কারণে পুকুর দেখলেই পুকুরের পানির উপর ঝুঁকে পড়ে। আয়নার সামনে থমকে দাঁড়ায়। নিজেকে দেখতে বড় ভাল লাগে।

 

থিতির বয়স একুশ হলেও এইসব যুক্তি তার বেলায় খাটছে না। কারণ ঘর অন্ধকার। আয়নায় কিছু দেখা যাচ্ছে না। যদিও বাইরে শেষ বেলার আলো এখনো আছে।

Leave a Reply