Phul Chor : Shirshendu Mukhopadhyay ( শীর্ষেন্দু মুখোপাধ্যায় : ফুল চোর )

ফুল চোর : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

 
হারমোনিয়াম সম্পর্কে আমি কতটুকুই বা জানি ! তবু এদের বাড়ির পুরনো হারমোনিয়ামটা দেখেই আমার মনে হচ্ছিল, শুধু রীড নয়, এর গায়ের কাঠের কাঠামোটাও নড়বড়ে হয়ে গেছে।
ভদ্রমহিলার বয়স খুব বেশি না। পঁয়ত্রিশ ছত্রিশ। রোগা,ফর্সা। এবং মুখের হাড় প্রকট হওয়ায় একটু খিটখিটে চেহারার। বললেন রীডগুলো জার্মান।

 

পাশের ঘরে একটা বাচ্ছা মেয়ে ফুঁপিয়ে কাঁদছে। পশুপতি আমাকে কনুইয়ের একটা গুঁতো দিল। সম্ভবত কোনো ইশারা। কিন্তু কিসের ইশারা তা আমি ধরতে পারলাম না। এই হারমোনিয়াম কেনার ব্যাপারে সে-ই অবশ্য দালালি করছে