Sisirer Jol : Samoresh Majumder ( সমরেশ মজুমদার : শিশিরের জল )

শিশিরের জল : সমরেশ মজুমদার

বাবা চলে যাওয়ার পরে এক ছুটির দুপুরে মায়ের পাশে শুয়েছিল সে। হটাৎ বড় শ্বাস ফেলল মা সে ফিরে তাকাতে মা বলল, অ্যাদ্দিনে ওই গাছগুলো প্রতি বছর ফল দিচ্ছে কি না কে জানে।

‘কোন গাছগুলো ?’ জিজ্ঞাস করেই মনে পড়ে গেল, বলল, ‘নিশ্চয় দিচ্ছে।’
‘না রে। অনেক গাছে ফল হয় না। পোকা হয় খুব ইচ্ছে হয়, যদি একবার ঘুরে আসতে পারতাম।
সে উঠে বসে হাসল, ‘কোথায় থাকবে গিয়ে ? ওটা তো সরকারী বাড়ি ছিল।’
‘কেন ? অনেকেই তো আছে। শেফালিদির বাড়ি গিয়ে থাকব। ‘

 

‘ঠিক আছে যাওয়া যাবে।’

Read or View This Full Book

Read or View This Full Book

Allbanglaboi