14
3 mistakes of my life : Chetan Bhagat – থ্ মিসটেকস অব মাই লাইফ : বাংলা অনুবাদ ই বুক
কোন এক শনিবার সকালবেলা। তেমন ঘটনা রোজ রোজ ঘটে না। কম্পিউটারের সামনে বসতেই নিচের ই-মেইলটি পাওয়া গেল :
প্রেরক :………………..
তারিখ :………………..
প্রাপক :………………..
বিষয় : শেষ চিঠি
প্রিয় চেতন,
এই ই-মেইলটা একইসাথে আত্মহত্যার স্মারক এবং স্বীকারোক্তি। মানুষ আমার ব্যাপারে হতাশ, আমার আর বেঁচে থাকার কোনো মানে নেই। আপনি আমাকে চেনেন না। আহমেদাবাদের সাধারণ এক ছেলে আমি, যে কিনা আপনার বইয়ের একজন পাঠক। সেই সুত্রে আপনার কাছে চিঠি লেখাটা সঙ্গত হবে বলেই মনে হল। কোন মানুষের কাছেই বলতে পারছি না নিজেকে নিয়ে আমি যা করছি। সেটা হল-এই চিঠির একটা ক’রে বাক্য শেষ হবে আর একটা ক’রে ঘুমের বড়ি আমার মুখে ঢুকবে-ভাবলাম কথাটা আপনাকেই বলি।
কফির কাপটা হাত থেকে নামিয়ে রাখলাম। গুনে দেখি এরই মধ্যে পাঁচটা ফুলস্টপ পেরিয়ে ফেলেছি।
তিনটি ভুল আমি করেছি; সেগুলোর বিস্তারিত এখানে বলছি না।
আমার আত্মহত্যা কোন আবেগঘন সিদ্ধান্ত নয়। ভাল ব্যবসায়ী হিসেবে অনেকের কাছেই আমি পরিচিত কারণ আমার মাঝে আবেগ খুবই কম।