22
A Drama in Livonia Bangla PDF – আ ড্রামা ইন লিভোনিয়া : বাংলা অনুবাদ ই বুক
কেউ কোথাও নেই, বিশ্বচরাচরে সে যেন একা।
আদিগন্ত নিকষ কালো অন্ধকারে কে জেকে জানে কোন অজানা পথে ছুটে চলেছে লোকটা এবার শীতকালটা যেন জেকে বসেছে, চারদিকে ছড়িয়ে রয়েছে শক্ত পাথরের মত বরফের স্তূপ, সেগুলোকে টপকে মরিয়া হয়ে দৌড়াচ্ছে সে। হিম বাতাস থেকে বাঁচতে হবে, তাই দুই প্রস্থ কাপড় দিয়ে তৈরী প্যান্ট আর ক্যাফত্যান পরেছে, মাথায় দিয়েছে কান ঢাকা টুপি, তারপরও মাঝে মধ্যে কনকনে বাতাস গায়ে হুল ফোটাচ্ছে। ঠোঁট আর হাত নীল হয়ে গেছে, আঙ্গুলের ডগাগুলো অবশ। ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়তে চাইছে, কিন্তু নিজেকে বিশ্রাম দিতে রাজি নয় সে, একরোখা নেকড়ের জেদ নিয়ে ছুটে চলেছে নাক বরাবর সামনে। মাথার ওপর অশুভ বিপদের মত ঝুলছে ভারী মেঘ, যে-কোন মুহুর্তে তুষারপাত শুরু হয়ে যেতে পারে। সময়টা এপ্রিল মাসের প্রথম হপ্তা, কিন্তু সে রয়েছে আটান্ন ডিগ্রীতে। তার ছুটে চলার এই ব্যাকুলতার পিছনে একটাই কারণ, জানে একবার যদি থামে, তারপর আর পা দুটোকে সচল করা যাবে না।