
এ টাইম টু ডাই : বাংলা অনুবাদ ই বুক
দুঘন্টার বেশি হ’লো একটুও নড়েনি মেয়েটা, নড়ে উঠার জন্য প্রতিটি আড়ষ্ট পেশী কাঁপছে। অবশ হয়ে গেছে পেছনটা। লুকোবার আগে তাকে পরামর্শ দেয়া হলেও মূত্রথলি খালি করেনি ক্লডিয়া-পুরুষ সঙ্গীদের মাঝখানে একা একটা মেয়ে ও, অস্বস্তি বোধ করা স্বাভাবিক, তাছাড়া আফ্রিকার গহীন জঙ্গলে এখনো তাকে এতোটা সন্তস্ত্র করে রেখেছে যে একা হেঁটে গিয়ে নিরিবিলি একটা জায়গা খুঁজে বসার সাহস হয়নি। তখন লজ্জা ও ভয় পাওয়ায় নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে তার।
মাচাটা ঘাঁস দিয়ে মোড়া, চিকন ফাঁক আছে দেখার জন্য, সামনে ঘন ঝোপ সযত্নে কেটে একটা সুরঙ্গ তৈরী করেছে বন্দুকবাহকেরা-সযত্নে, কারণ প্রতি সেকেন্ডে তিন হাজার ফুট গতিতে ছুটন্ত বুলেটকে খুদে নগন্য একটা ডালও দিক ভ্রান্ত করে দিতে পারে।
