23
অচেনা বন্দর : মাসুদ রানা
অচেনা বন্দর ( দুই খন্ড একত্রে )
মাসুদ রানার বাহুতে রিমোট-কন্ট্রোলড বোমা প্ল্যান্ট করে নির্দেশ দেয়া হয়েছে : আমাদের কাজটা করে দাও, বাছা ; নইলে ছিন্নভিন্ন হয়ে যাবে। কারও সাধ্য নেই যে তোমাকে রক্ষা করে। হুমকিটা মিথ্যে নয়-প্রমাণ পেয়েছে ও। আতাসী, মার্সিয়া, ফায়জা ও মিশ্রী খানকে নিয়ে কাজে নেমে গেছে মাসুদ রানা। সঙ্গে অতিথি শিল্পীর মত অংশ নিল সোহেল ও গিলটি মিয়া।
কিন্তু একদিকে বোমা, ও প্রতিপক্ষের তাগিদ ; অন্যদিকে ধরা পড়ার ভয়- সব মিলিয়ে চরম উদ্বিগ্ন ও। এতকিছু সামলে আস্ত একটা দেশ হজম করতে হবে ওকে। করতেই হবে।
নইলে নিশ্চিত মৃত্যু !
You Might Be Interested In