হুমায়ূন আহমেদে জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। হুমায়ূন আহমেদে ছিলেন একাধারে , ছোটগল্পকার, ঔপন্যাসিক, গীতিকার এবং নাট্যকার, চিত্রনাট্যকার ও চলচিত্রনির্মাতা। হুমায়ূন আহমেদে বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। হুমায়ূন আহমেদ নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি বেশ জনপ্রিয় ও সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩০০। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু বাংলা বই পৃথিবীর নানা ভাষায় অনুবাদ করা হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত
নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও হুমায়ূন আহমেদ খুব জনপ্রিয়। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী ও অদ্বিতীয় লেখক। এই পুরোটা সময় তাঁর গল্প আর উপন্যাসের জনপ্রিয়তা ছিল এক কথায় অসাধারণ। হুমায়ূন আহমেদ এর সৃষ্টি করা হিমু ও মিসির আলি চরিত্রগুলি বাংলাদেশের সবশ্রেণীর পাঠকদের মন জয় করেছে। তাঁর তৈরীকরা সিনেমাসমূহ পেয়েছে অসামান্য জনপ্রিয়তা। সিনেমার চেয়ে তাঁর তৈরীকরা টেলিভিশন নাটকগুলি ছিল আরো বেশি জনপ্রিয়। সংখ্যায় কম হলেও তাঁর রচিত গানগুলোও বেশজনপ্রিয়তা লাভ করে। তাঁর লেখা অন্যতম ও পাঠক প্রিয় হওয়া উপন্যাসগুলো হলো অনন্ত নক্ষত্র বিথী, নন্দিত নরকে, বৃহন্নলা, মধ্যাহ্ন, দেবী, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদসংকেত ইত্যাদি। হুমায়ুন আহমেদের নির্মিত চলচ্চিত্রগুলো হলো দারুচিনি দ্বীপ, দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি। “নবীজি” হুমায়ুন আহমেদের অপ্রকাশিত ও অসমাপ্ত বই। হুমায়ূন আহমেদ ১৯ জুলাই, ২০১২ মৃত্যুবরণ করেন।