Antidote By Ashraful Alam Sakif – অ্যান্টিডোট – আশরাফুল আলম সাকিফঅ্যান্টিডোট বইটিতে বাংলাদেশের মুক্তমনা, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে পবিত্র কোরআনের বাণী কে ভুল প্রমাণ করার ব্যর্থ প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হয়েছে “অ্যান্টিডোট” বইয়ে।”সত্যিই কি আমরা বিবর্তিত” নামে চমৎকারভাবেই ডারউইনের সেই বানর-মানুষের মতবাদকে খণ্ডন করেছেন লেখক। এক প্রজাতির সাথে অন্য প্রজাতির সামান্য মিল থাকবেই বৈজ্ঞানিক দৃষ্টিতে। তাই বলে অন্ধভাবে যেটা নাস্তিকেরা বিশ্বাস করে, সেটা দোষণীয়। মানবদেহের প্রায় অনেকগুলো কোষ নিয়ে আলোচনা এসেছে, সেগুলোরও অংশ ভাগ করে নিপুণভাবে আলোচনা করেছেন লেখক। তেমনিভাবেই প্রতিটি শিরোনামেই উপযুক্ত যুক্তির স্থান পেয়েছে। স্পষ্ট করে দিয়েছেন সত্যকে। তবে “আল্লাহ তা’আলা সৃষ্টিকর্তা হয়েও কেন অবিশ্বাসীদের চিরকাল শাস্তি দিবেন?”— এই শিরোনামে প্রতিপক্ষকে যথেষ্ঠ দুর্বল মনে হয়েছে আমার। তবুও এখানের যুক্তি শক্তিশালী ছিল। বইটির রেফারেন্স জোগাড় করতে গিয়ে লেখক কম্পিউটার স্কির্নে তাকিয়ে থাকতে থাকতে প্রায় অন্ধ হওয়ার পথে। বইটিতে মেডিকেলের ভাষায় অনেক শব্দ ব্যবহৃত হয়েছে। যা অন্যদের জন্যে বুঝতে একটু জটিল হতে পারে। কিন্তু একটু সময় নিয়ে, ইন্টারনেট ঘেটে বোঝার চেস্টা করলেই পঠক বুঝতে পারবেন। |
You must be logged in to post a comment.