বাজা তোরা, রাজা যায় – বুদ্ধদেব গুহ
এখনও দু একটি মহুয়া গাছে ফুল আছে, তবে বেশির ভাগ গাছেই ফুল ফোটা শেষ। সেই একটি দুটি গাছের মধ্যে দিয়ে হঠাৎ হাওয়া এলে হাওয়াটা ক্ষণিকের জন্যে হলেও জানান দিয়ে যায় যে বসন্ত শেষ হচ্ছে তবে গরম এখনো জাঁকিয়ে বসেনি বনে পাহাড়ে। সারারাত কোকিল আর ডাকে না এখন। তবে, নানা রাত-চরা পাখির সঙ্গে পিউ-কাঁহা ডাকে পাগলের মতো, বুকের মধ্যে চমক তুলে তুলে।