Bappi Voyankar : Sumonto Aslam ( সুমন্ত আসলাম: বাপ্পী ভয়ঙ্কর )

by admin

Bappi Voyankar : Sumonto Aslam – বাপ্পী ভয়ঙ্কর : সুমন্ত আসলাম

Bappi Voyankar : Sumonto Aslam ( সুমন্ত আসলাম: বাপ্পী ভয়ঙ্কর ) 10
রন্টু, তপু, ইন্দ্র, চপল আর রুপম হচ্ছে বন্ধু। বাপ্পী হচ্ছে ওদের নতুন বন্ধু। সান্টুদের বাড়ির ছাদে বসে আছে ওরা। বাড়িটা অবশ্য পুরনো। এক সময় এটা জমিদার বাড়ি ছিল, এখন সান্টুদের। বাড়িটা বেশ চুপচাপ, সন্ধ্যার দিকে আরো নিরব হয়ে যায়। ওরা প্রায় দেড়ঘন্টা ধরে অপেক্ষা করছে এখানে। বাপ্পীর জন্য অপেক্ষা করছে ওরা। বাপ্পীর আসার কথা ছিল, আসেনি এখনো, আসবে বলেও মনে হয় না। অথচ ওকে খুব জরুরি দরকার। না আসলে একটা সমস্যা হয়ে যাবে।
Download