Begomer Rotnovander : Bangla Onobad E-Book ( বাংলা অনুবাদ ই বুক : বেগমের রত্নভান্ডার )

by admin

Begomer Rotnovander pdf – বেগমের রত্নভান্ডার বাংলা অনুবাদ ই বুক

 

বড় জোর পঞ্চাশ হবে ডক্টর সারাসিনের বয়স। শান্ত, মার্জতি চেহেরা। স্টেনলেস স্টিলের চশমার ওপাশে একজোড়া প্রাণবন্ত চোখের দিকে চাইলেই মানুষটির ভেতরের প্রতিভা আঁচ করা যায়। খুব কম হাসেন ডক্টর, কিন্তু সহজেই আপন করে নিতে পারেন যে কোন মানুষকে। খাঁটি ভদ্রলোক বলতে বোধ হয় এঁদেরকেই বোঝায়।
ব্রাইটন হোটেলের ড্রইংরুমে বসে আছেন সেদিন ডক্টর সারাসিন। সামনের টেবিলে, পায়ের নিচে কার্পেটে আর আশেপাশের সব ক’টা চেয়ারে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পত্রিকা : টাইমস, ডেলী টেলিগ্রাফ, ডেলী নিউজ ইত্যাদি। লন্ডনের সবকটা পত্রিকায়ই বেরিয়েছে এই বিশেষ খবরটি।
ডক্টরকে নিয়েই লেখা হয়েছে এই খবরটি। দুদিন আগে ইন্টারন্যাশনাল হেলথ কনফারেন্সে তাঁর পড়া নিবন্ধনটির বিশদ বিবরণও বেরিয়েছে কাগজে। প্রবন্ধের নামকরণ হয়েছে ডক্টরের আবিষ্কৃত একটি নতুন যন্ত্র ‘রক্তকণিকার গনকযন্ত্র’ নামে।
Begomer Rotnovander : Bangla Onobad E-Book ( বাংলা অনুবাদ ই বুক : বেগমের রত্নভান্ডার ) 8

You may also like