
বেনিটা : বাংলা অনুবাদ ই বুক
ভাগ্য বড়ই বিচিত্র। বেনিটার ব্যাপারটাই ভেবে দেখুন। দক্ষিন আফ্রিকায় জন্মেছে সে। কিন্তু অর্ধেক জীবনই কাটাতে হলো ইংল্যান্ডে।
ফিরে এল বাবার কাছে ভালবাসার মানুষটাকে হারানোর দুঃখ বুকে নিয়ে। হৃদয়ের ক্ষতে সান্ত্বনার প্রলেপ দিল পর্তিগিজদের অভিশপ্ত গুপ্তধনের গল্প। বুড়ো বাবা আর তাঁর পার্টনার অর্থপিচাশ মেয়রকে নিয়ে গুপ্তধন উদ্ধার করতে রওয়ানা হলো সে।
ঘুনাক্ষরেও টের পেল না, কী আছে মেয়ারের মনে। চলছিল খোঁজ, এমন সময় হামলা করল মাটাবিলিরা।
রহস্যময় এক শ্বেতাঙ্গ পুরুষ ধরা পড়ল ওদের হাতে।
ঝোপ বুঝে কোপ মারল মেয়ার। মরতে বসল বেনিটার বাবা।
এবার ?
নিজে বাঁচবে না বাবাকে বাঁচাবে বেনিটা ? এমন একজনের সাহায্য পেল, যাকে কোনদিন দেখেইনি সে।
