Bhalobasi Ashchorjo Meghdol : Anisul Hoque ( আনিসুল হক : ভালোবাসি আশ্চর্য মেঘদল )

by admin

Bhalobasi Ashchorjo Meghdol : Anisul Hoque – ভালোবাসি আশ্চর্য মেঘদল : আনিসুল হক

Bhalobasi Ashchorjo Meghdol : Anisul Hoque ( আনিসুল হক : ভালোবাসি আশ্চর্য মেঘদল ) 14
 
একটা ফোন এল একদিন শামস কবিরের কাছে। রোমান্টিক কবিতাগ্রস্ত এই তরুনটির জীবন উথাল-পাথাল হয়ে গেল এক নারীকন্ঠের ফোনালাপে। মেয়েটির কন্ঠস্বর যেন জ্যোস্না।
মেয়েটির নাম নীল।
সে শামস কবিরের কবিতারও ভক্ত। শামস কবির যেন তখন আকাশে উড়ছে, মেঘেদের রাজ্যে।
নীলের সঙ্গে দেখাও হলো, হলো চুম্বন-বিনিময়।
কিন্তু তারপর ?
একদিন কী এমন ঘটল যে, আকাশ ভেঙে পড়ল শামস কবিরের মাথায় ?
Download
Download

You may also like