5
Bhul Bhor : Anisul Hoque – ভুল ভোর : আনিসুল হক
এক ছিল ব্যাঙ্গমা। আরেক ছিল ব্যাঙ্গমি। একটা আমগাছের ডালে ছিল তাদের বাস।
একদিন তারা দুজনে কথা বলছিল।
ওই আমগাছটা কোথায় ছিল ?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়টা কোথায় ?
পূর্ব পাকিস্তানে।
শেখ মুজিব অবশ্য কখনোই পূর্ব পাকিস্তান শব্দটা উচ্চারণ করতে চাইতেন না, ১৯৪৭-এর পরেও তাঁর জন্মভূমিকে তিনি ডাকতেন পূর্ব বাংলা বলে, আর বিশ শতকের ষাটের দশকের শেষের দিকে তিনি এর নাম দিয়েছিলেন বাংলা দেশ।
Download
Download
Ei Jontro Loiya Amra Ki Koribo : Anisul Hoque – এই যন্ত্র লইয়া আমরা কি করিব : আনিসুল হক
You Might Be Interested In