Bhumodhyosagorer Tire : Taslima Nasrin ( তসলিমা নাসরিন : ভূমধ্যসাগরের তীরে )

DOW

ভূমধ্যসাগরের তীরে – তসলিমা নাসরিন

কার নাম নেব ? পিকাসো না কলম্বাস ? কলম্বাস নিয়ে তর্ক আছে অবশ্য। অনেকে দাবি করে কলম্বাস ইতালির। কেউ বলে কলম্বাস স্প্যানিশ ছিল। বার্সেলোনায় ভুমধ্যসাগরের তীরে, যেকানে কলম্বাসের মূর্তি, তার নিচে দাঁড়িয়ে আমার প্রশ্ন জেগেছিল প্রথমেই যে, ডান হাত তুলে কিছু একটা দেখছে কলম্বাস, তার আসলে দেখবার কথা আমেরিকা, কিন্তু সে দেখাচ্ছে একেবারে আমেরিকার উল্টোদিক, ইতালি। তবে কি কলম্বাস বলছে আমাকে স্পেনের রাস্তায় রেখেছো কেন, ওই তো ইতালি আমার দেশ। 
Spread the love