70
Bikele Vorer Phul : Somoresh Bosu – বিকেলে ভোরের ফুল : সমরেশ বসু
সময়টাকে এখনো পুজাবকাশ বলা যায়। দিন তিনেক আগে কালিপূজা হয়ে গিয়েছে। আকাশে এখনো শরতকালের ছেঁড়া মেঘের টুকরো থাকলেও, সন্ধের দিকে একটু যেন ঠান্ডা ঠান্ডা ভাব। ঠান্ডা ভাব থাকলেও, একটু হাঁটাহাঁটি করলে, কিছুক্ষণ বন্ধ ঘরে থাকলে, গরম লাগে। বোধই এ সময়টাকে দো-আঁসলা বলে।
Download
Download
You Might Be Interested In