Boundulay : Sumonto Aslam – বাউন্ডুলে : সুমন্ত আসলাম
ক্ষমতা গ্রহনের তিন দিন পর ঘুম থেকে উঠেই চমকে উঠলেন বারাক হোসেন ওবামা। বেডরুমের বুলেটপ্রুফ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন হোয়াইট হাউজের সামনে প্রায় কয়েকশ’ ছোট ছোট ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে তাঁর এই নতুন আবাসস্থলের দিকে। কিন্তু অবাক করা বিষয়টা হচ্ছে-সবগুলো ছেলেমেয়ের মুখ কাপড় দিয়ে ঢাকা, তাদের চেহেরা দেখা যাচ্ছে না তারা কে এবং কোথা থেকে এসেছে।