Bristite Vejar Boyosh : Samoresh Majumder ( সমরেশ মজুমদার : বৃষ্টিতে ভেজার বয়স )

Bristite Vejar Boyosh : Samoresh Majumder – বৃষ্টিতে ভেজার বয়স – সমরেশ মজুমদার


সেই সাতসকালে ঘুম ভেঙ্গেছে আজ। তখনও গাছগাছালি আঁধারমাখা। কাকগুলো ডাকবে কি ডাকবে না ভাবছে। সূর্য পৃথিবীর নিচে। তার উঠে আসতে ঢের দেরি কিন্তু তারা জানান দিচ্ছে আগাম আসা না-আলো এক মোলায়েম দুতি, যা পথঘাটকে করছে কিছুটা দৃশমান !
Spread the love