21
Captain Hatteras Bangla PDF – ক্যাপ্টেন হ্যাটেরাস : বাংলা অনুবাদ ই বুক
লিভারপুল। ৫ এপ্রিল। ১৮৬০ সাল।
‘লিভারপুল হেরাল্ডের’ ছোট্ট এক খবর সবার মনোযোগ কেড়ে নিল। পরদিন অর্থাৎ ৬ এপ্রিল ফরোয়ার্ড জাহাজ নিউ প্রিন্স ডক থেকে অজ্ঞাত যাত্রায় নোঙ্গর তুলেছে।
প্রতিদিন এমন কত জাহাজ আসে যায় কে তার খোঁজ রাখে ? যে যার কাজে ব্যস্ত। কোন জাহাজ ছাড়ল আর কোন জাহাজ বন্দরে ঢুকল তা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। অথচ ৬ এপ্রিল নিউ প্রিন্স ডক লোকে লোকারণ্য। চার মাইল লম্বা ডকে সারি সারি জাহাজ। ওগুলোর দিকে খেয়াল নেই, লোকে এসে ভিড় করছে বাসে,ট্রাকে, সাইকেলে এমনকি হেঁটেও এসেছে লোকে, আসছে এখনও। কি এক রহস্য ঘিরে আছে জাহাজটিকে।