চিতা : বাংলা অনুবাদ ই বুক
‘ঘুমাও,’ মেঘ ডাকলো যেন চিরগু-র গলায়, ‘ঘুমাও, কেপু।’
মায়ের বিশাল দুই থাবার মাঝে গুটিসুটি হয়ে পড়ে আছে বাচ্ছাটা। সামান্যতম শব্দেই চমকে উঠছে।
গাছের পাতায় মৃদু খসখস, বাতাসের হটাৎ পরিবর্তন জানিয়ে দিচ্ছে পাহাড়ের ওপারে উঠি উঠি করছে সূর্যটা।
পাতায় পাতায় ডানা ঘষার শব্দ তুলে উড়ে গেল একটা নিশাচর পাখি।
ঠান্ডা অন্ধকার ঝোপের ভেতর থেকে বাতাসে ভর করে উড়ে এলো এক ঝলক বোঁটকা গন্ধ। শেয়াল।
আবার চমকে উঠলো শিশু কেপু। মৃদু ঘড়ঘড় আওয়াজ করলো মা, অভয় দিলো মেয়েকে।
ডাল-পাতা বিছানো শয্যায় শুয়ে আছে মা-মেয়ে। পাশে আবগা নেই।
