Chobol : Narayan Sanyal – ছোবল – নারায়ণ সান্যাল
শেষ পর্যন্ত চাকরিটা গেলই।
পাক্কা পঁয়ত্রিশ বছরের চাকরি। না, ভুল হল, পঁয়ত্রিশ নয়-প্রায় সাড়ে চৌত্রিশ চাকরির শুরু এই কালীতারা প্রেসের জন্মলগ্নে। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার আগে-ছত্রিশ সালের অক্ষয়-তৃতীয়ার পুণ্যলগ্নে ; আর আজ ও চাকরি খোয়ালো এই একাত্তর সালের ছাবিশে এপ্রিল। চাকরির বয়স ওর জীবনের প্রায় আধাআধি। ঢুকেছিল যখন তখনো ত্রিশ হয়নি-এখন পক্ককেশ বৃদ্ধ। আগামীকাল থেকে কালীতারা প্রেসের হাজিরা-খাতে আর লেখা হবে না মান্ধাতার আমলের সেই বৃদ্ধ ব্যক্তিটির আঁকাবাকা স্বাক্ষর।
Download
Download
Download
Download