Comrade Death : Gerald Kersh ( বাংলা অনুবাদ ই বুক : কমরেড ডেথ )

কমরেড ডেথ বাংলা অনুবাদ ই বুক

আড়ি পেতে কথা শোনার ব্যাপারে সারেক একজন ওস্তাদ লোক, কিন্তু পাশের টেবিলে বসা লোক দুটোর কথা শোনার জন্যে তাকে সম্পূর্ন মনোযোগ দিতে হলো। অসংখ্য ক্যাবের চাকা আর ঘোড়ার খুরের তীব্র খটাখট শব্দ ভেসে আসছে রাস্তা থেকে।
চুরুটে টান দিতে ভুলে গেল সারেক ; ধোঁয়ায় জ্বালা করতে লাগল চোখ। এমনকী পাতা বন্ধ করতেও ভুলে গেল সে, নীল ধোঁয়ার মেঘের ভেতর দিয়ে স্হির হয়ে রইল অন্যমনস্ক, ভাবশুন্য একজোড়া লাল টকটকে চোখ।
Spread the love