62
Dekhi Nai Fire : Somoresh Bosu – দেখি নাই ফিরে – সমরেশ বসু
১৯৩৮ খ্রিষ্টাব্দ। গ্রীষ্মের এক অপরান্হবেলা। রাঢের শুকনো দুরন্ত দীর্ঘ গ্রীষ্মের অপরান্হবেলা, এ অঞ্চলের লাল ধুলা-মাটি-কাঁকরের সঙ্গে, পড়ন্ত রৌদ্রও যেন রক্তে লাল। উত্তাপের খরতা দুপুরের তুলনায় কম। কিন্তু খুব একটা কম না।তবে দুপুরের আগুনের হলকায় যে ঝড়ো বাতাস বহে, এখন তা নেই। দুপুর গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই অগ্নিস্রাবী ঝড়ো বাতাস, হঠাৎ এক সময় স্তব্ধ হয়ে যায়।
You Might Be Interested In