Dipantor : MASUD RANA ( মাসুদ রানা : দ্বীপান্তর )

by admin

দ্বীপান্তর : মাসুদ রানা
আহত, আতঙ্কিত অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে সংকীর্ণ একটা প্যাসেজওয়ে ধরে ছুটছে লেফটেন্যান্ট ডিন ‘ডেভিল’ ক্রমওয়েল। অ্যামিউনিশন ফুরিয়ে গেছে ওর, উরুতে বুলেটের আঘাতে একটা চওড়া গর্ত সৃষ্টি হয়েছে-সেটা থেকে অবিরাম ঝরছে রক্ত, নিংড়ে বের করে নিচ্ছে জীবনীশক্তি। মুখটাও রক্তাক্ত-অগণিত আঁকাবাঁকা আঁচড়ের দাগ ওখানে ; দেখে মনে হচ্ছে যেন কাটাকাটি খেলেছে কেউ। 

Dipantor : MASUD RANA ( মাসুদ রানা : দ্বীপান্তর ) 16
Download