
Dour : Samoresh Majumder – দৌড় : সমরেশ মজুমদার
“দৌড়” সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস।
বেশ কিছুক্ষণ হল রাকেশের ঘুম ভেঙ্গেছে এবং ও এই সময়টুকু সমস্ত শরীর গুটিয়ে নিয়ে, অনেকটা তেমাথা বুড়োর মত, ঘুমের আমেজটা জিইয়ে রাখতে চাইছিল। এখন এই সকালে মেঝেতে পাতা বিছানায় শুয়ে সারা ঘরে ছড়ানো কাগজ,মাটির ভাঁড় উপচে পড়া সিগারেটের টুকরো এবং প্রায় মাথার বালিশের পাশে গোড়ালি সাদা হওয়া কালো জুতোটাকে দেখতে পেয়ে মেজাজ খারাপ হয়ে গেল।