26
Ekattorer Ekdol Dushtu Chele : Anisul Hoque – একাত্তরের একদল দুষ্ট ছেলে : আনিসুল হক
ওরা সত্যি ভীষণ দুষ্ট। ক্লাস সিক্সের ছাত্র ওরা। একটা ক্লাব করেছে। সুর্যসেনা সংঘ। যদিও পল্টুমামা প্রস্তাব করেছিলেন, ক্লাবের নাম রাখা হোক দুষ্টু ছেলের দল। দুষ্টুমিতে ওই কিশোরদের সত্যি কোনো জুড়ি ছিল না। এমনকি জ্যান্ত সাপ ধরে এনে ভয়ঙ্কর শিক্ষক কাদির স্যারের জর্দার কৌটায় ভরে রাখার ঘটনাও এরা ঘটিয়েছিল। এই দুষ্ট ছেলের দল ১৯৭১ সালে অংশ নিল এক ভয়াবহ অভিযানে। পল্টুমামা ধরা পড়েছিলেন পাকিস্তানি মিলিটারির হাতে, তাকে টর্চার সেলে বেঁধে রেখে ভয়াবহ অত্যাচার করতে লাগল মিলিটারিরা। দুষ্টু ছেলের দল ঠিক করল, তারা পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প আক্রমণ করবে, তবে শুধু অস্ত্র হাতে নয়, বুদ্ধি দিয়ে।
Download