Posted in

Ferighat : Shirshendu Mukhopadhyay ( শীর্ষেন্দু মুখোপাধ্যায় : ফেরিঘাট )

Ferighat : Shirshendu Mukhopadhyay – ফেরিঘাট : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সিঁড়ির তলা থেকে স্কুটারটা টেনে নিয়ে রাস্তার পাশে ফুটপাত ঘেঁষে দাঁড় করাল মধু, তার হাতে পালকের ঝারন। মুছবে। মুছলেও খুব একটা চকচকে হয় না আজকাল। রঙটা জ্বলে গেছে, এখানে ওখানে চটা। উঠে গেছে। বেশ পুরোনো হয়ে গেল স্কুটারটা।
 জানালা দিয়ে নিচের রাস্তায় স্কুটারটা একটুক্ষণ অন্যমনে দেখল অমিয়। বহুকালের সঙ্গী। মায়া পড়ে গেছে। কল্যাণ তিন হাজার টাকা দর দিতে চেয়েছিল। জিনিসটা ইটালিয়ান বলে নয়, মায়া পড়ে গেছে বলে বেচে নি অমিয়। তা ছাড়া একবার বেচে দিলে নতুন আর কেনা হবে না। অমিয়র দিন চলে গেছে।
Ferighat : Shirshendu Mukhopadhyay ( শীর্ষেন্দু মুখোপাধ্যায় : ফেরিঘাট ) 1
Download
Share this