Posted in

Golok Dhadhay Kakababu : Sunil Gangapadhyay ( সুনীল গঙ্গোপাধ্যায় : গোলক ধাঁধায় কাকাবাবু )

গোলক ধাঁধায় কাকাবাবু : সুনীল গঙ্গোপাধ্যায়
বাড়ি থেকে বেরিয়েই কাকাবাবু শুনতে পেলেন কোকিলের ডাক। এখন সকাল সাড়ে পাঁচটা। ঠিক সকালও বলা যায় না, ভাল করে ভোরই হইনি, আলোর সঙ্গে মিশে আছে খানিকটা অন্ধকার।
কাকবাবু দাঁড়িয়ে একটুক্ষণ কোকিলের ডাক শুনতে লাগলেন। এ পাড়ায় একটা বা দু’টো কোকিল আছে, মাঝে-মাঝেই তাদের ডাক শোনা যায়। কিন্তু দেখা যায় না।
 কোকিলের স্বভাবই এই, তারা সব সময় পাতার আড়ালে লুকিয়ে থাকে।
কাকাবাবু বেরিয়েছেন মর্নিং ওয়াকের জন্য। তবে প্রত্যেক দিন যান না, মাঝে-মাঝে। যেসব রাত্তিরে ভাল ঘুম হয় না, সেই সব রাত্তিরে তিনি ভোর হতে না-হতেই বিছানা ছেড়ে উঠে পড়েন, বেরিয়ে পড়েন বাড়ি থেকে।
Share this