36
আমার এখন কোনও বোধশক্তি নেই। শরীরটাকে এখনো শরীর বলা যাই না। চোখ, নাক, ঠোঁট নেই, মাত্র আড়াই মাসে আমার শরীর যেটুকু গড়ন পাওয়ার তার বেশী পায়নি। তাই যদি আমি শব্দগুলোর মানে বুঝতে পারতাম তা হলেও প্রতিক্রিয়া দেখাতে পারতাম না। সেই সব শব্দ যদি বাতাসে থেকে থাকে তা অনেকটা এই রকম —-
Golpo Gacha : Samoresh Majumder – গল্প গাছা : সমরেশ মজুমদার
আমার এখন কোনও বোধশক্তি নেই। শরীরটাকে এখনো শরীর বলা যাই না। চোখ, নাক, ঠোঁট নেই, মাত্র আড়াই মাসে আমার শরীর যেটুকু গড়ন পাওয়ার তার বেশী পায়নি। তাই যদি আমি শব্দগুলোর মানে বুঝতে পারতাম তা হলেও প্রতিক্রিয়া দেখাতে পারতাম না। সেই সব শব্দ যদি বাতাসে থেকে থাকে তা অনেকটা এই রকম —-
Download
You Might Be Interested In