Jal Rakkhos : MASUD RANA ( মাসুদ রানা : জল রাক্ষস )

by admin
জল রাক্ষস : মাসুদ রানা

 

রানা সহ পাঁচজন পুরুষ আর সুন্দরী এক তরুণী। আর্কটিক মহাসাগরের এক টুকরো ভাসমান বরফের উপর আটকা পড়ে গেছে। সবাই যদি এক থাকত, শুন্যাঙ্কের নীচের তাপমাত্রা আর ভয়ঙ্কর ঝড়-ঝঞ্ঝার মধ্যেও টিকে থাকবার মত যন্ত্রপাতি আর দক্ষতা ওদের ছিল। দলে রয়েছেন বাংলাদেশী একজন বিজ্ঞানী, ওঁর আবিস্কারের ফর্মুলা নিয়ে মাসুদ রানাকে ফিরতে হবে দেশে। কিন্তু হটাৎ বিক্ষুব্ধ সাগর থেকে উঠে এল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী-একদল কিলার ওয়েইল।  বিস্ময়কর বুদ্ধিমত্তার অধিকারী ওদের লিডার-
অবিশ্বাস্য ওটার ক্ষমতা, প্রিয় খাদ্য মানুষের মাংস।
মানুষের প্রতি ঘৃনা অপরিসীম।
শুরু হলো ওগুলোর বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার রোমহর্ষক লড়াই।
Jal Rakkhos : MASUD RANA ( মাসুদ রানা : জল রাক্ষস ) 16