
জেস : বাংলা অনুবাদ ই বুক
সোনালী আলো নয়, আগুনের চাবুক দিয়ে ট্রান্সভাল শাসন করছে সূর্য। সেই অত্যাচারে উত্সাহিত হয়ে শরতের স্বাভাবিক আবহাওয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে দাবদাহ, বাতাস তাই গনগনে। কয়লার মতো তপ্ত আকাশে পা দিতে ভয় পাচ্ছে মেঘ। প্রকৃতি ভুলে গেছে বৃষ্টিকে।
কলির আশ্রয় ছেড়ে দুয়েকটা লিলি বোকার মতো উঁকি দিয়েছিল এদিকে-সেদিকে, নির্দয় উত্তাপের কাছে ধর্ষিতা হয়ে মুখ থুবড়ে পড়ে আছে এখন।