20
Book Name – Kaaljatri ( কালযাত্রী )
কাহিনী শুরু হচ্ছে একটা ইমেইল দিয়ে। ইমেইল করছেন অভিজ্ঞান ব্রহ্মচারী নামে একজন বৈজ্ঞানিক তাঁর চার বন্ধু তথগত, নীলাদ্রী, দেবাংশু ও রূপঙ্ককরকে। দশ পাতার এই দীর্ঘ বার্তায় তিনি লিখছেন যে তিনি টাইম মেশিনে করে অতীতে যেতে সক্ষম হয়েছেন এবং সেই এক্সপেরিমেন্ট করতে তিনি চলে গেছিলেন তাঁর জন্মস্থাণ পূর্বস্থলী গ্রামে, সময়টা পিছিয়ে নিয়ে গিয়েছিলেন পঁচিশ বছর আগের একদিনে।