34
কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণের সখা কাদম্বরীদেবী? কেন প্রবলপ্রতাপ বাবমশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যার সব প্রমান পুড়িয়ে ফেলা হল? ঘুষ দিয়ে বন্ধ করা হল সকলের মুখ? কাদম্বরীদেবী কি লেখেননি কোনও সুইসাইড নোট ? নাকি লিখেছিলেন ? যা পুড়িয়ে ফেলা হয় !… সেই সুসাইড নোটে কি সত্যিই কিছু অস্বাভাবকিতা ছিল ?