
কাকাবাবু ও জলদস্যু : সুনীল গঙ্গোপাধ্যায়
সকাল সাড়ে ছ’টায় সন্তু তৈরি হয়ে নিল বাড়ি থেকে বেরোবার জন্য। কাঁধে ঝুলিয়ে নিল একটা কিট ব্যাগ। সিঁড়ি দিয়ে নামতে-নামতে সদর দরজার কাছে পৌঁছাবার আগেই টুং টাং করে বেজে উঠল ডোরবেল। এত সকালে তো কেউ আসে না। কাজের মেয়েটাও আসে সাতটার পর। তবে খবরের কাগজওয়ালা বাইরে কাগজগুলো রেখে বেল বাজিয়ে জানান দিয়ে যায়।
Download