31
শহরের এই অঞ্চলে এখনও সুস্থ বাতাস বয়ে যায়। এককালে, কালটা অবশ্য বেশী দুরের নয়, এই অঞ্চলটায় ছিল জলা জমি, বুনো ঝোপ, শেয়ালের নিরাপদ আস্তানা। নতুন টাউনশিপ গড়ে ওঠার কল্যানে এখন সব সাফসুতরো। জমি বিক্রি হচ্ছে চড়া দামে। সরকার জমি বন্টন করেছিলেন ন্যায্য দামে। পরবর্তী পদক্ষেপে সুনিয়ন্ত্রিত পরিকল্পনায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে চারতলা বাড়ি তৈরী করে। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ যেন নিঃশ্বাস নেবার বাসনায় চলে আসছেন উপকন্ঠে। যেহেতু বাড়ি তৈরির পরিকল্পনা সুপটু হাতে তাই আপাতত ঘিঞ্জি হবার কোন সম্ভবনা নেই।
Kolkata : Samoresh Majumder – কলকাতা : সমরেশ মজুমদার
শহরের এই অঞ্চলে এখনও সুস্থ বাতাস বয়ে যায়। এককালে, কালটা অবশ্য বেশী দুরের নয়, এই অঞ্চলটায় ছিল জলা জমি, বুনো ঝোপ, শেয়ালের নিরাপদ আস্তানা। নতুন টাউনশিপ গড়ে ওঠার কল্যানে এখন সব সাফসুতরো। জমি বিক্রি হচ্ছে চড়া দামে। সরকার জমি বন্টন করেছিলেন ন্যায্য দামে। পরবর্তী পদক্ষেপে সুনিয়ন্ত্রিত পরিকল্পনায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে চারতলা বাড়ি তৈরী করে। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ যেন নিঃশ্বাস নেবার বাসনায় চলে আসছেন উপকন্ঠে। যেহেতু বাড়ি তৈরির পরিকল্পনা সুপটু হাতে তাই আপাতত ঘিঞ্জি হবার কোন সম্ভবনা নেই।
Download
You Might Be Interested In