‘শ্রেয়া’ খুব সাধারণ একটি মেয়ে। বাংলাদেশের অন্যসব মেয়ের মতোই স্বপ্ন দেখতে ভালোবাসে। অবশ্যই সেটি ঘর বাঁধার স্বপ্ন। মানুষের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রই পূরণ হয় না। শ্রেয়ারও হলো না। লাল বেনারসীতে বউ সাজা হলো না… বাসর করা হলো না। তবুও তবুও জীবন থেমে থাকে না। আর জীবনের ধর্মই হলো স্বপ্ন দেখা। হটাৎ একদিন স্বপ্নমাখা দৃষ্টি নিয়ে নিয়ে একজন এসে মেয়েটির সামনে দাঁড়াল। বলল, আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া। শ্রেয়ার দুচোখে আবার স্বপ্ন ভিড় করে। সেই স্বপ্ন নিজের অজান্তেই ফুলে ফুলে ছাওয়া এক রঙিন বাসরে রূপান্তরিত হয়। যে মেয়েটি জীবনে সুখের নাগাল পে নি, একটু সুখের জন্য প্রকাশ পায় তার তীব্র আকুলতা। ভালোবেসে সে পেতে চায় কেবল একটু ভালোবাসা। শ্রেয়ার এই সামান্য চাওয়া তবে কি কোনোদিন পূরণ হবে না ?