Limelight Part 1 : MASUD RANA ( মাসুদ রানা : লাইম লাইট পর্ব ১ )

লাইম লাইট পর্ব ১ : মাসুদ রানা


এবার মৃত্যু অনিবার্য, ভাবছে জিম উফোর্ড। অস্ত্র ফেলে এসে মস্ত ভুল করেছে। কিন্তু আর কি কোনও উপায় ছিল ? শেষ মালবোঝাই ঘোড়াটা পঙ্গু হতেই আবারও সব বাটোয়ারা হলো, তখন ত্যাগ করতে হয়েছে বেশির ভাগ ইকুইপমেন্ট। আরোহী না নিয়ে পানির ফ্লাস্ক বইছে ঘোড়া, স্যাডলব্যাগে রয়েছে মহামূল্যবান সব আনকাট ডায়মন্ড। তাঁবু, বেডরোল, চল্লিশ পাউন্ড খাবার, মার্টিনি হেনরি রাইফেল ও অ্যামিউনিশন-সব ফেলে এসেছে। এরপরও যা রইল, তাতেই ধুকঁছে আধমরা ঘোড়াগুলো। 
Spread the love