লাইম লাইট পর্ব ২ : মাসুদ রানা
ওয়েভ জেনারেশন স্টেশন থেকে রানাদের উদ্বার করে আনতে ও কার্টাকে তাৎক্ষনিক চিকিৎসা দিতে ব্যাগটা নিয়ে হল্যান্ড সুন্দরী ডাক্তার ফারা রাইনারও উঠেছিল ক্যাপ্টেন আলম সিরাজের সঙ্গে মার্ভেলের এমডি-৫২০এন কপ্টারে। ফলে যখন ফিরল, কার্টা অস্টিনের ডান বাহুতে আইভির সাহায্যে চালু হয়ে গিয়েছে অ্যান্টিবায়োটিক্স ; পেইনকিলার ও স্যালাইন। বেচারি ভুগছে চরম ডিহাইড্রেশনে। দ্রুত হাতে ওর ভেজা পোশাক খুলে ফেলেছে ফারা, শরীর ঢেকে দিয়েছে থার্মাল ব্ল্যান্কেট দিয়ে। তার আগে ভাল ভাবে পরিষ্কার করেছে ক্ষত।
জাহাজে ফিরে শুরু হবে আসল চিকিৎসা।