Mahakasher Kishor : TIN GOYENDA ( তিন গোয়েন্দা : মহাকাশের কিশোর )

মহাকাশের কিশোর – তিন গোয়েন্দা

স্বপ্নটাকে প্রথমে গুরুত্ব দিল না রবিন। বাজপাখি ‘জ্যাক’ জানাল আজব স্বপ্ন সে-ও দেখে ; কাতর হয়ে কে যেন ডাকে। সাহায্য চায়।
কিশোর, মুসা আর জিনাও যখন একই স্বপ্ন দেখতে আরম্ভ করল,
গুরুত্ব না দিয়ে পারা গেল না।
সাগর যাত্রায় তৈরী হলো তিন গোয়েন্দা।
ডলফিন রূপে।
Spread the love