
মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড : বাংলা অনুবাদ ই বুক
এ কাহিনী পড়ে যদি কারও মনে হয়, নিজের কথাই বক বক করছি শুধু, তাহলে কিছু করার নেই। আষ্টেপৃষ্টে জড়িয়ে পরেছিলাম ভীষণ অদ্ভুত কিছু ঘটনার সাথে। মাঝে মাঝে ভাবি, ঘটনাটা কি সত্যিই ঘটছিল ?
আমি ওয়াশিংটনের ফেডারাল পুলিশ ডিপার্টমেন্টের একজন হেড ইন্সপেক্টর। রহস্যের প্রতি আকর্ষণ আমার শৈশব থেকেই। রহস্যময় যে কোনো কিছু আমাকে টানত। সরকার গোপন তদন্তের ভার প্রায়ই আমার ওপর চাপিয়ে দিত। সুতরাং এই অদ্ভুত ঘটনার তদন্তের ভারও যে আমার ওপর চাপবে, এতে অবাক হবার কিছু নেই।