Meghe Matite Makhamakhi : Samoresh Majumder – মেঘে মাটিতে মাখামাখি : সমরেশ মজুমদার
এরকম পাজির পা-ঝাড়া মহিলা জীবনে দ্যাখিনি সপ্তম। প্রায় তিন ঘন্টা রিসেপশনে বসিয়ে রেখে জানিয়ে দিল বিছানা থেকে উঠতে পারছে না, মাইগ্রেনের যন্ত্রণা একটুও কমছে না। যে খবরটা জানাতে এল সে তিন ঘন্টা আগেও বলেছিল, ম্যাডামের মাইগ্রেনের পেইন হচ্ছে, আপনি এখানে একটু অপেক্ষা করুন, কমলেই ডেকে পাঠাবেন।
মাইগ্রেন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই সপ্তমের। মাথা তারও ধরে এবং দুটো ডিসপ্রিন খেলেই কমে যায়। কিন্তু ধর্মতলা এলাকার প্রায় দু-তারা হোটেলের মালিকানের যদি অল্পে না কমে তাহলে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সুভাষদা বলেছিলেন, শোনো সপ্তম, কখনো মেজাজ হারাবে না। এখন পৃথিবীটা আর রাগী লোকদের পকেটে নেই। কেউ যদি তোমাকে শুয়োরের বাচ্ছা বলে গালাগাল দেয় তাহলে ফিক করে হাসবে। দেখো লোকটা ঘাবড়ে গিয়ে হাসির কারণ জিজ্ঞাস করবে। তাকে বুঝিয়ে বলবে তিনি ঐতিহাসিক ভুল করলেন। যে কোনও মানুষই হল বনমানুষের বাচ্ছা। শুয়োরের নয়। ওর মত জ্ঞানী লোক এইরকম ভুল করলেন শুনে তুমি হেসেছিলে।
Download
Download
Download