Megher Kole Rod by Kasem Bin Abubakar
মেঘের কোলে রোদ – কাসেম বিন আবুবাকার – bangla books pdf
Read or View This Full Book
Read or View This Full Book
Read or View This Full Book
মেঘের কোলে রোদের নায়ক হাবিব একজন বিদেশী ডিগ্রী সম্বলিত ডাক্তার। অর্থবান লোকের সন্তান। পরিবার ঢাকা থাকে। দাদার ইচ্ছায় সে কার্পাসডাঙ্গা হেলথ কমপ্লেক্সে আসে। দাদার ইচ্ছা মানবসেবার পাশাপাশি হাবিব তার দাদার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিবে। বিয়ে করবে কার্পাসডাঙ্গার বিশ্বাস বাড়ির মেয়েকে। হাবিবের দাদার বাবা ছিলো বিশ্বাস বাড়ির ছেলে, তার মাকে বিশ্বাসবাড়ি মেয়ে নিয় নি, মেয়ের স্ত্রীর অধিকারের দাবি নিয়ে হাবিবের দাদার নানা গেলে তাকে খুন করে। কার্পাসডাঙ্গা এসে বিশ্বাসবাড়ির মেয়ে আতিকার কাছে জানলেন তার প্রেম চলছে নিম্নবিত্ত নাদির আলির সাথে, হাবিব যেন এ বিষয়ে সাহায্য করে, কারণ গ্রামের সবার মত তার পরিবারও হাবিবকে মানে। ডাক্তার হাবিবের গৌরবময় পরিচয় কাহিনীতে খুব গুরুত্বপূর্ণ। হাবিব ইসলামি তরিকায় চলেন, ডাক্তারির পাশাপাশি দ্বীনী আলোচনাও করেন। বিকেলের পর থেকে সাইকেলে ব্যাগ নিয়ে সে কল করে, কল না থাকলে বাড়িতে বাড়িতে গিয়ে রোগীদের খোজ নেয়, অবশ্যই কোন সম্মানী ছাড়াই। তার মত ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট কোন সময়ে, কোন ডাক্তার করতে পরেছে বলে মনে হয় না। সে পালস দেখে প্রেগনেন্সী রিপোর্ট দেয়, স্ট্রোকে প্যারালাইড পেসেন্টকে ফু দিয়ে হাটা চলা করায়, ফু দিয়ে বাতাস লাগা জ্বরের ট্রিটমেন্ট করে। তো এক পেসেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা পেল যীনাতের। সে শাড়ি পরলেও ওড়না দিয়ে মাথা, মুখ ঢেকে রেখেছে। ডাক্তার সাহেব চোখ দেখেই প্রেমে পরে গেলেন, যীনাত ম্যাডামও ডাক্তারের ইসলামী বেশভূষার প্রেমে পরলেন। যীনাতের পূর্বে দুুইটি বিয়ে হয়েছিলো, কিন্তু বিয়ের দিনই দুইটি স্বামী মারা যাওয়ায় তাকে গ্রামে অপয়া অপবাদ দেয়া হয়। ডাক্তার বিয়ের প্রস্তাব দিলেন এবং বিভিন্ন হাদিসের আলেকে যীনাতের দ্বিধা, ভয় কাটিয়ে দিলেন।
You must be logged in to post a comment.