13
মহাবিপদ সঙ্কেত : মাসুদ রানা
একজন সিলেব্রিটি যেভাবে ব্যগ্র রিপোর্টারদের ভিড় ঠেলে এগিয়ে যান, সাদা থোকা থোকা মেঘগুলোকে ঠিক সেভাবেই সরিয়ে উঁচু আসমান দিয়ে উড়ছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ৭৪৭ বোয়িং। দুশো বিশ ফুট দশ ইঞ্চি লম্বা। পাঁচতলা বাড়ির ছাদের সমান উঁচুতে ককপিট, তৈরী করতে সব মিলিয়ে যন্ত্রাংশ লেগেছে ষাট লাখ।
প্রকান্ড প্লেনটা নিঃসঙ্গ নয়। ওঠার পিঠে অর্থাৎ ফিউজিলাজের উপর জুত করে বসে আছে একটা স্পেস শাটল। বোয়িং তো শুধু দুনিয়াকে চক্কর দিতে পারে, কিন্তু স্পেস শাটল চাঁদ তো বটেই, এমনকি মঙ্গলগ্রহ থেকেও এক-আধবার ডু মেরে আসতে পারবে।
You Might Be Interested In