
Mohon Roy’er Bashi : Shirshendu Mukhopadhyay – মোহন রায়ের বাঁশি : শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ময়নাগড়ের দিঘির ধারে সন্ধেবেলায় চুপটি করে বসে আছে বটেশ্বর। চোখে জল, হাতে একখানা বাঁশি। পুবধারে মস্ত পূর্নিমার চাঁদ গাছপালা ভেঙে ঠেলে উঠবার চেষ্টা করছে। দিঘির দক্ষিন দিককার নিবিড় জঙ্গল পেরিয়ে দখিনা বাতাস এসে দিঘির জলে স্নান করে শীতল সমীরণে পরিণত হয়ে জলে হিলিবিলি কাঁপন তুলে, বটেশ্বরের মিলিটারি গোঁফ ছুঁয়ে বাড়ি-বাড়ি ছুটে যাচ্ছে।
চাঁদ দেখে দক্ষিনের জঙ্গল থেকে শেয়ালেরা ‘ক্যা হুয়া, ক্যা হুয়া’ বলে হিন্দিতে পরস্পরকে প্রশ্ন করছে। বেলগাছ থেকে থেকে একটা প্যাঁচা জানান দিল, ‘ হাম হ্যায়, হাম হ্যায়’।