9
Mon Vasir Tane : Somoresh Bosu – মন ভাসির টানে – সমরেশ বসু
যে-থাকার নাম বাঁশবেঁড়ে, তারই পোশাকি নাম বংশবাটি। জায়গার নাম করলেই লোকে আগে রাজবাড়ি আর মন্দিরের কথা ভাবে। আসলে, বাঁশবেঁড়ের চটকল পেরিয়ে সেই ত্রিবেনীর হাতায়। যেখান থেকে বাস আর এগোয় না, পেছোয়। হালের হালচাল চেহারা পথঘাট কেমন দেখতে হয়েছে, জানিনা। অনেক দিনের সাধ, একদিন চলে যাবো চুঁড়োর ভিতর দিয়ে, গঙ্গার ধার ঘেঁষে, শাগঞ্জের সীমানা পেরিয়ে।গন্তব্য কোথায় ? না, ত্রিবেনীর ঘাট।
You Might Be Interested In