Mrita Horinir Jonyo : Shirshendu Mukhopadhyay – মৃতা হরিনীর জন্য : শীর্ষেন্দু মুখোপাধ্যায়
আপনি একজন বড় স্কলার, তাই না ? ওসব কথা থাক। এক গাদা ডিগ্রী কোনো কাজে লাগে না। কিন্তু এ ব্যাপারটাকে আমি বিশেষ গুরুত্ব দেখাই কেন দেখেছেন ? ডিগ্রী দিয়ে কিছু হয় না।
আপনি মাধ্যমিকে প্রথম কুড়িজনের মধ্যে ছিলেন। সাধারণ ওই পর্যায়ের রেজাল্ট যারা করে তারা সায়েন্স নিয়ে পড়ে এবং ডাক্তারি বা প্রযুক্তিতে যায়। আপনি তা যাননি। আপনি আর্টস পরেন। কেন বলুন তো ?
আমার কলকব্জার ব্যাপারও ভাল লাগত না। ডাক্তারিতেও আগ্রহ ছিল না। ইতিহাসে আমার খুব বেশী ইন্টারেস্ট ছিল। ইতিহাসে আমি সবসময় ভালো নম্বর পেতাম।
You must be logged in to post a comment.