19
অ্যানি নিউ হ্যাভেনের একটা ছোট্ট হোটেল ঘরে কর্কশ আলোর উজ্জলতায় নগ্ন হয়ে দাঁড়িয়ে কেঁপে কেঁপে উঠছে ও… বুঝতে পারছে না কি করবে। তবে কি আমেরিকায় কুমারী থাকা নিজের অযোগ্যতা ……। কিন্তু ওকে এ সমাজের যোগ্যতা অর্জন করতেই হবে। ..ভালোবাসা দাও লিয়ন …তুমি আমার হয়ে যাও… আমি আর কিচ্ছুটি চাইবো না’, … দাঁতে দাঁত চেপে সহ্য করে প্রথম মুহূর্তের যন্ত্রণাটুকু।