Nalak : Abanindranath Tagore ( অবনীন্দ্রনাথ ঠাকুর : নালক )

নালক অবনীন্দ্রনাথ ঠাকুর
Nalak : Abanindranath Tagore ( অবনীন্দ্রনাথ ঠাকুর : নালক ) 1

 
দেবলঋষি যোগে বসেছিলেন। নালক— সে একটি ছোট ছেলে—ঋষির সেবা করছিল। অন্ধকার বর্ধনের বন, অন্ধকার বটগাছতলা, অন্ধকার এপার-গঙ্গা ওপার-গঙ্গা।
নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে, বাতাস ঘুমিয়ে আছে, জলে ঢেউ উঠছে না, গাছে পাতা নড়ছে না। এমন সময় অন্ধকারে আলো ফুটল–ফুল যেমন করে ফোটে, চাঁদ যেমন করে ওঠে–একটু, একটু, আরো একটু।
সমস্ত পৃথিবী দুলে উঠল–পদ্মপাতার জল যেমন দুলতে থাকে—এদিক- সেদিক, এধার-ওধার সে-ধার !
ঋষি চোখ মেলে চাইলেন, দেখলেন আকাশে এক আশ্চর্য আলো !
Download
Spread the love