কঠিন বিপদে পড়েছে কতিপয় আরব দেশ, উপায় না পেয়ে বন্ধু রাহাত খানের সাহায্য চেয়েছে। বাঁচার পথ দেখালেন তিনি, এবং তা কার্যকর করতে যেতে হলো মাসুদ রানাকে। আতসীসহ পাঁচ কমান্ডো নিয়ে ইসরাইলে ঢুকল ও বিপদসংকুল পথ পাড়ি দিয়ে-একটা পাহাড় ধ্বংস করতে হবে, নইলে আরব বিশ্বের নিস্তার নেই। কিন্তু ও-দেশে ঢুকেই বিপদে পড়ে গেল মিশন, ওদের উপস্তিতি টের পেয়ে গেছে ইসরাইলী সীমান্ত প্রহরীরা, হন্য হয়ে খুঁজছে দলটাকে। কি করে নিজেদের বাঁচাবে রানা ? কি হবে মিশনের